মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করলেন মুহাম্মদ ফারুক খান এমপি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী খালের ওপরে নবনির্মিত গার্ডার ব্রিজ, ইন্দুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খানের সভাপতিত্বে, খান্দারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিলন মোল্লা’র সঞ্চালনায় উদ্বোধন পরবর্তী এক জনসভায় বক্তব্য রাখেন – মুহাম্মদ ফারুক খান এমপি’র সুযোগ্য তনয়া বাংলাদেশ আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য কানতারা খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এড.আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এম মহিউদ্দিন আহমেদ মুক্ত, মহিলা বিষয়ক সম্পাদক তাপসী রানী বিশ্বাস, খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসমত আলী মল্লিক, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন শরীফ মিটু, বীর মুক্তিযোদ্ধা লাল চান মিয়া, খান্দারপাড়া ইউনিয়ন আ.লীগের প্রমথ রঞ্জন ও লিটন শেখ, এবং ওয়ার্ড আ.লীগ নেতা এস এম সুমন খায়ের ও চুন্নু শেখ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান।
দলের অভ্যন্তরীণ যে কোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য ও তিনি নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাব্বির খানের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় তাকে মনোনয়ন দেয়ার জন্য প্রিয় নেতার কাছে জোর দাবি জানান। এসময় উপস্থিত সর্বস্তরের জনগণ হাত তুলে বর্তমান চেয়ারম্যান সাব্বির খানের প্রতি তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন জানায়। জনতার এই সমর্থনে ফারুক খান সন্তোষ প্রকাশ করেন এবং নিশ্চয়ই জননেত্রী সাব্বির খানের এই কর্মকাণ্ড ও জনতার সমর্থনের খবর রাখেন এবং তা বিবেচনায় নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় অন্যদের মধ্যে- উপস্থিত ছিলেন – মুকসুদপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম হোসেন জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, প্রচার সম্পাদক জাহিদুর রহমান ও উপজেলা আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মহিলা আ. লীগের নেতৃবৃন্দ ও খান্দারপাড়া ইউনিয়ন আ.লীগ ও সর্বস্তরের জনগণ।