গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন এর মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাশালিয়া পশ্চিম পাড়া জামে মসজিদে এ আয়োজন করেন কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব মোঃ টুকু শেখ ও আয়েশা বেগম ফাউন্ডেশনের সভাপতি শেখ মোঃ আসাদুজ্জামান নাসির। এসময় হাফেজ হযরত মাওলানা আজিজুল হক মাদানীর সঞ্চালনায় ও শেখ মোঃ আসাদুজ্জামান নাসিরের সভাপতিত্বে কাশালিয়া ইউনিয়নের মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়।
এসম উপস্থিত ছিলেন মুফতি মোঃ হাফিজুর রহমান, হযরত মাওলানা মোঃ আবু নোমান, কাশালিয়া জামে মসজিদ, ,মাওলানা মোঃ সামিম মিনা, দেলবাজারকান্দি জামে মসজিদ ,মাওলানা মোঃ মাসুম বিল্লাহ গুনহার মধ্যপাড়া জামে মসজিদ, মাওলানা মোঃ আবু হানিফ, কাশালিয়া পশ্চীম পাড়া জামে মসজিদ, মাওলানা মোঃ শিব্বির আহমেদ, বামনগাতী জামে মসজিদ, মাওলানা মোঃ বদরুজ্জামান শেখ গুনহার মিনাপাড়া জামে মসজিদ, মোঃ আফজাল হুসাইন, মালদিয়া নতুন পাড়া জামে মসজিদ,মাওলানা আল আমিন মুহতামিম গুনহার দারুল উলুম মাদ্রাসা, মাওলানা তাওহীদ দারুল উলুম মাদ্রাসা গুনহার, হাফেজ মোঃ মুস্তাকিম, হাফেজ মোঃ নজরুল ইসলাম মালদিয়া জামে মসজিদ, মাওলানা মোঃ শরিফুল ইসলাম কাশালিয়া রফিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা, মাওলানা মোঃ ওলি উল্লাহ, গুনহার খালপাড় জামে মসজিদ, মাওলানা মোঃ আবু বক্কার মোল্লা, দিঘীরপাড় পুরাতন জামে মসজিদ, মাওলানা মোহাম্মদ হুসাইন আহমেদ ইব্রাহিম কাশালিয়া জামে মসজিদ, হাফেজ মোঃ মনিরুল ইসলাম দক্ষিন কাশালিয়া জামে মসজিদ, হাফেজ মোঃ শরীফ মাহমুদ, রফিকিয়া হাফিজিয়া কাশালিয়া মাদ্রাসা ও এতিম খানা, মুফতি মোঃ ওমর ফারুক গুনহার উত্তর পাড়া জামে মসজিদ, হাফেজ মোঃ আল আমিন প্রমুখ।
মতবিনিময়কালে ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্ম ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়ে দেশকে অশান্ত করার যে অপতৎপরতা করছে তা রোধে আলোচনা করা হয়েছে এবং আসন্ন ঈদ উপলক্ষে কাশালিয়া ইউনিয়নের ১৩ টি মসজিদের ইমাম এবং মাদ্রাসার ৫ জন শিক্ষকসহ স্থাণীয় হাফেজদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি/পায়জামা দেয়া হয়েছে। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফারুক খান এমপির জন্য দোয়া করা হয়।