মুকসুদপরের মুনিরকান্দিতে কৃষাণদের থাকার ঘরে অগ্নি সংযোগের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপর উপজেলার গোহালা ইউনিয়নে মুনিরকান্দি গ্রামে ধান মাড়াইয়ের লক্ষে আগত প্রায় ৩০ জন কৃষাণদের থাকার জন্য তৈরী একটি ঘরে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে । ধারণা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে দূবীত্তদের দেওয়া আগুনে এ ঘটনাটি ঘটতে পারে। শুধু তাই নয় ওই রাতেই একই মালিকের ৪০ বিঘা ফসলি জমির জন্য ব্যবহত একটি সেচ মেশিন ও চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে ঘরের মালিক প্রতিবন্ধী নান্নু বিশ্বাস বলেন, মঙ্গলবার গভীর রাতে কে বা কারা আমার কৃষাণদের জন্য তৈরী ঘরে আগুন দিয়ে দেয়। এতে আমার বড় ধরনের ক্ষতি হয়েছে । পাশাপাশি আমার ৪০ বিঘা ফসলি জমির জন্য ব্যবহত একটি সেচ মেশিন ও চুরি করে নিয়ে যায় তারা। যেহেতু গভীর রাতের ঘটনা তাই কে বা কারা এর সাথে জড়িত আমরা সঠিক বলতে পারছি না । আমরা আজ মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি । আশা করি প্রশাসন সঠিক অপরাধীকে খুঁজে বের করে আমাকে সঠিক বিচার পেতে সহযোগিতা করবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *