গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের সহকারী বিট অফিসার এএসআই শেখ আকতারুজ্জামান এর বদলীর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি। রবিবার বিকালে উপজেলার মুকসুদপুর-জলিরপাড় সড়কের কাশালিয়া নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশ গ্রহণ করেন বিভিন্ন গ্রামের মানুষ। ফকির মিরাজ আলী শেখের সঞ্চলনায়, মানববন্ধন চলাকালে হীরামন বাকচীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফারুক হোসেন মিয়া, সিদ্দিক শেখ, তানভির খান, সামীম মিনা, কালু ফকির। বক্তারা বলেন, কাশালিয়া ইউনিয়নের সহকারী বিট অফিসার এ এসআই শেখ আকতারুজ্জামান একজন মানবিক, সৎ ও ভালো অফিসার তার বদলীর আদেশ বাতিল করে মুকসুদপুর থানায় রাখার জন্য জোর দাবী করেন।