মায়ের কবর এর পাশ থেকে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে নূর ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার মলানী গ্রামে ওই ব্যবসায়ীর বাসার পাশে বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
নিহত নূর ইসলাম ওই উপজেলার মলানী গ্রামের আব্দুস হাসিমের ছেলে। তিনি বৈরাগী বাজারের একজন মুদি ব্যবসায়ী।
এদিকে নিহত নূর ইসলামের মেয়ে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই তার প্রথম স্বামী হাবিবুল্লাহহ আল মামুন তার নতুন স্বামী সুজন ও তার বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসে।
ওসি জানান, রাতে দোকান বন্ধ করার পর থেকে বাসায় ফিরেনি ব্যবসায়ী নূর ইসলাম। সকালের দিকে তার ছোট ভাই তৌহিদুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে খবর পাওয়া যায় বাসার পাশে একটি বাঁশঝাড়ে তার মায়ের কবরের উপরে নূর ইসলামের মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে যেহেতু নূর ইসলামের মেয়ে তার প্রথম স্বামীর ব্যাপারে অভিযোগ করছেন সেহেতু বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।