বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের আম্মা প্রয়াত শেখ আছিয়া বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী কবর স্থানে গিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে তিনি মায়ের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় তার আত্মীয়-স্বজন সহ অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।