মানুষের জীবন রক্ষার দাবিতে বরিশালে বাসদের অবরোধ


করোনা আক্রান্তদের টেস্টে হয়রানি বন্ধ, পিসিআর ল্যাব বাড়িয়ে প্রতিদিন কমপক্ষে ১০০০ টেস্ট, করোনা রোগী পরিবহনে বিশেষ এম্বুলেন্স সার্ভিস চালু করা সহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ,বরিশাল জেলা শাখা।
দলের নেতাকর্মীরা আট দফা দাবি সম্বলিত ফেস্টুন এবং লাল পতাকাসহ মিছিল নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে এসে অবস্থান নিতে চায়।এ সময় পুলিশ তাদের বাধা দেয়। নেতৃবৃন্দ পুলিশী তখন রাস্তায় অবস্থান নেয়। এসময় সেখানে সমস্ত যানবাহন বন্ধ হয়ে যায়। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সমাবেশ চলে।
বাসদ বরিশাল জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী। সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি জোহরা রেখা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন শিকদার, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতা মোঃ জসিম, সোনারগাঁও টেক্সটাইল মিলস এর শ্রমিকনেতা নুরুল হক, এংকর সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক নেতা শরিফুল ইসলাম প্রমুখ।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, জাসদ বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফুল হক মুন্না, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সদস্য আরিফুর রহমান মিরাজ প্রমুখ।
বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন বলেন, আমরা পাঁচ মাস ধরে করোনা মহামারী মোকাবেলার প্রস্তুতির কথা বলছি। আমরা বরিশালে ১০০০ শয্যার করোনা ইউনিট চালুর দাবি করেছি, দাবি করে এসেছি ১০০ শয্যার আইসিইউ বেডের। আমরা পিসিআর ল্যাবের সংখ্যা বাড়িয়ে রোগীদের হয়রানী এবং দীর্ঘসূত্রিতা কমানোর দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু সরকার কোন দাবির প্রকি কর্ণপাত না করায় সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হলাম। মানুষকে বাচাঁনোর এই দাবিগুলো অবিলম্বে মেনা না নেয়া হলে হরতালের মতো কঠোর কর্মসূচি দিতেও আমরা বাধ্য হবো।