মানবতার সেবায় কাজ করে জাচ্ছেন ফরিদপুর জেলার ভাংগা উপজেলার এনায়েত মুন্সী করোনা,র রুগির বাড়িতে বাড়িতে পৌছিয়ে দিচ্ছেন উপহার সামগ্রী
ইবাদুল রানা, কাশিয়ানী প্রতিনিধি : করোনা,র বর্তমান থেমে গেছে মানুষের পথ চলা আতংকে রয়েছে বিশ্ববাসী হাল ছেড়ে দিয়েছে অনেকেই জাতির এই ক্লান্তি লগন্নে এখন ও পাশে রয়েছেন ভাংগা উপোজেলার হাজার হাজার মানুষের সেবা করে থাকা সেই মানুষটি এখন ও কাজ করে জাচ্ছেন সুধু মানুষের সেবায়। করোনায় প্রজেটিভ দের বাড়িতে পৌছিয়ে দিচ্ছেন উপহার সামগ্রী উপহার এর মধ্য ছিলো চাউল, ডাউল,আলু,তেল,চিনি, সবজি এবং জ্বাতীয় ফল কাঠাল। এনায়েত মুন্সী সবার উদ্দেশ্য করে বলেন আপনাদের প্রয়োজনে আমি করোনা,র শুরু থেকেই আপনাদের পাশে ছিলাম ঈদের সময় ও আপনাদের ঈদ সামগ্রী দিয়েছি (পোশাক) এবং এখন ও দিচ্ছি আমাদের দেশ এর অবস্তা সাভাবিক না হওয়া পযন্তো আপ নাদের পাশে থাকবো শুধু আপনারা নিজেদের ভালোর জন্য ঘরে থাকবেন