মানবতার সেবায় এগিয়ে আসুন।

বিশ্বজুড়ে প্রানঘাতী করোনা ভাইরাসের কারনে দেশের অসহায় খেটে খাওয়া মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। সেই সব অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলার এম কে এস এম ক্রিকেট ক্লাব থেকে উদ্যেগ নিয়েছে। তারা আসছে ঈদৃল ফিতরের আগেই সেইসব অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সহোয়তা করবার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ক্লাবের সদস্যদের অর্থ্ দিয়ে সহোযোগীতা করা শুরু করেছে।  দেশের এই মহাবিপদের সময় সবাই অসহায় মানুষের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহোযোগীতা বৃহৎ আকার ধারন করবে বলে মনে করেণ ক্লাবের সদস্যরা। যার যতুটুকু সাধ্য আছে ততটুকুই দান করেতে বলেন ।

আমাদের সবাইর উচিৎ সবাই সবার স্থান থেকে কিছু একটা করা। এভাবেই ব্যক্তিগত উদ্যোগে অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাড়ানোর আহব্বান করলেন এই সামাজিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্ধ। এমনিকি যে কোন প্রয়োজনে বা কিছু জিজ্ঞাসা করার থাকলে  01711487437 এই নম্বরে যোগাযোগ করবার কথাও বলেন ক্লাবের সদস্যবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *