“মানবতা”

মাননীয় প্রধানমন্ত্রী একটু দেখে জান,

চাল চোরেরা খাচ্ছে লুটে গরীব দুঃখীদের ত্রান!

রোগে শোকে গরীব দুঃখী মরছে ধুকে ধুকে…

চোরেরা সব লুটে পুটে আছে মহা সুখে;

ওরা যদি মানুষ হতো থাকতো মানবতা,

দুঃখী জনের দুঃখে তাদের লাগতো মনে ব্যাথা;

মুজিব কন্যা প্রধানমন্ত্রীর আছে বিদেশ নীতি

আরো আছে দুঃখীর প্রতি অশ্রুজল আর প্রীতি;

শোনো শোনো চোরেরা সব

প্রধানমন্ত্রীর কথা চুরি করে পড়লে ধরা

থাকবে না আর নেতা;

মনে আন মানবতা শুনে দুঃখীর কথা

তাদের ব্যাথায় ব্যাথিত হও,

এইতো মানবতা!!

শেখ মোহাম্মদ জিয়াউল হক

টুঙ্গিপাড়া শেখ বাড়ি ০৩ নং গেট,

জাতির পিতার সমাধি,

01710070087 গোপালগঞ্জ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *