প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২০, ৩:১৮ অপরাহ্ণ
মাননীয় প্রধানমন্রীর উদ্যোগে ৫৮ দরিউমাজুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সব্জিচাষের উদ্ধধন
মাননীয় প্রধানমন্রী শেখ হাসিনার উদ্যোগ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সব্জি চাষ!এই উদ্যোগে চিতলমারী উপজেলার ৫৮ নং দরিউমাজুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সব্জি চারা রোপনের উদ্ধধন করা হয়েছে৷এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা হাজরা, অপূর্ব মৃধা,দীপা হীরা,নন্দিতা শিকদার সহ তাপসী সরকার!এ সময় শীতকালীন সব্জির চারা লাগানো হয়!৩-১০-২০২০তারিখ শনিবার সকালে টমেটো ও বেগুনের চারা রোপন করা হয়!স্কুলের দপ্তরী গোপল মজুমদারে অক্লান্ত পরিশ্রমের এই সব্জি বাগানে প্রচুর সব্জিচাষ করা সম্ভব হবে বলে মনে করেন!এই সব্জিচাষের মাধ্যমে স্কুলের পরিবেশের ও সৌন্দয্য বৃদ্ধি পাবে!প্রধানমন্রীর এই উদ্যোগকে স্বাগত জানান স্কুলের শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী৷এবং তারা বলেন আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে!
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত