প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২০, ৯:১৭ অপরাহ্ণ
মাধবপুর গ্রামে অবৈধ বালু উত্তোলন ও রাস্তার ক্ষতিসাধন করায় ভ্রাম্যমাণ আদালতে শাহ আলম কে জরিমানা

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এর নেতৃত্ব ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও রাস্তার ক্ষতিসাধন করার কারণে শাহ আলম নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনসূত্রে জানা যায় , সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের আইজদ্দিন মণ্ডলের ছেলে শাহ আলম (৩৫) অবৈধভাবে বালু উত্তোলন করছে এবং সেই বালু ট্রাক্টরের মাধ্যম পরিবহনের কারণে রাস্তার অনেক ক্ষতিসাধন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী শাহ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ অভিযানে সময় সহযোগিতা করেন।জীবননগর থানা পুলিশের একটি টিম।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত