বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ কাশেম শিকদার নামে মাদক কারবারি এক যুবককে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে ৬ মে শুক্রবার রাত ৯টার দিকে অত্র থানাধীন হাড়িদাহ গ্রামের জনৈক মুরাদ মোল্লার বাড়ির সামনের পিচের রাস্তা হতে তাকে আটক করা হয়।
কাশেম শিকদার (১৯) উপজেলার গাড়ফা গ্রামের আব্দুল শিকদার ও লিলা বেগম এর ছেলে। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবাসহ উক্ত মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে। (আজ) শনিবার বাগেরহাট আদালতের মাধ্যমে আসামি কাশেম শিকদারকে জেলহাজতে পাঠানো হয়েছে।