দেড় শত পিছ ইয়াবাসহ গোপালগঞ্জের মাদক সম্রাট উজ্জল মোল্লাকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে চরসোনাকুড় গ্রামের শর্টকোর্স মাদ্রাসার কাছ থেকে তাকে আটক করা হয়েছে। সে সদর উপজেলার পৌরসভার ১৩ নং ওয়ার্ডের চরসোনাকুড় গ্রামের ঝিলু মোল্লার ছেলে।
গোপালগঞ্জ ডিবি পুলিশের এসআই মো. ফারুক আলম এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, চরসোনাকুড় গ্রামের ঝিলু মোল্লার ছেলে উজ্জল মোল্লা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছিলো। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিবি পুলিশের এসআই মো. ফারুক আলম উজ্জলের ইয়াবা বিক্রির গোপন সংবাদ পায়। এরপর পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম -এর দিকনির্দেশনায় এসআই ফারুক আলম, ডিবি সদস্য মিরাজ, লোকমান, মাসুদ, রাকিব, ফয়সাল ও মোহনকে সাথে নিয়ে চরসোনাকুড় শর্টকোর্স মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা উজ্জল মোল্লাকে দেড়শত পিছ ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ হাতে নাতে আটক করে। ডিবি পুলিশের কাছে আটক উজ্জলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিবি পুলিশ ও সদর থানায় ১১টি মাদক মামলা রয়েছে। পুলিশ আরো জানিয়েছে, মাদক বিক্রেতা উজ্জল মোল্লা চোরাই মোটরসাইকেল, ইজিবাইক, প্রাইভেটকার সহ বিভিন্ন চোরাই মালামাল কেনাবেচা করে। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় উজ্জ্বল মোল্লা সহ ওই সিন্ডিকেটের সদস্যদের নামে একাধিক মামলা রয়েছে। এমনকি তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে মানুষের নিকট থেকে টাকা আত্মসাৎ করে। বর্তমানে উজ্জলের নিকট একটি চোরাই প্রাইভেট কার রয়েছে। পরে শুক্রবার আদালতের মাধ্যমে উজ্জ্বলকে জেল হাজতে পাঠানো হয়েছে।