মাদকের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে “আলোর দিশারী” (সেবা সংঘ)

মাদক বর্তমান পৃথিবীর এক প্রকাশ্য অভিশাপের নাম।বাংলাদেশের মতকরা চারজনের বেশি মানুষ মাদকাসক্ত অর্থাৎ ৭০ লক্ষেরও বেশী মানুষ আজ মাদকের জালে বন্দী। এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের শতকরা ৮০ভাগ মাদকাসক্তের বয়স ১৫-৩০ বছরের মধ্যে। যা আামাদের দেশের ভবিষ্যৎ সমৃদ্ধির অন্তরায়। মাদকের এই কালো থাবায় যেনো আর কোনো যুবক,আর কোনো ছাত্র-ছাত্রী আসক্ত না হয়। তাই মাদকের বিরুদ্ধে, মাদকের কু-ফল জানিয়ে, মাদকের সকল ক্ষতিকর বিষয় এবং ইসলামের দৃষ্টিতে মাদক শীর্ষক লিফলেট মুসল্লীদের মাঝে বিতরণ করে কওমী মাদ্রাসার ছাত্রদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন “আলোর দিশারী ”(সেবা সংঘ)।
সংগঠনের মুখপাত্র জামিল আহমদ (আম্রিন) জানান, তাদের সংগঠনের কার্যক্রম মোট দুই ভাগে বিভক্ত। ১. ধর্মীয় ২. সামাজিক।
সামাজিক কার্যক্রমের মধ্যে রয়েছে মাদক, যৌতুক, দুর্নীতি দমন সহ মোট আট দফা।তারই ধারাবাহিকতায় তাদের এই মাদকের কুফল সম্পর্কিত লিফলেট বিতরণ কার্যক্রম! প্রতি শুক্রবার জামে মসজিদে এবং অন্য দিন বিভিন্ন স্কুল কলেজে তারা তাদের কার্যক্রম গুলো পরিচালিত করে থাকেন!!
এছাড়াও গোপালগঞ্জ জেলায় সর্বপ্রথম করোনা ভাইরাস সম্পর্কিত জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ এবং মাইকিং করে সংগঠনটি!! এরই সাথে করোনা উপসর্গে কেউ মারা গেলে তার দাফন কাফনেও অংশ গ্রহণ করেছেন বলে জানান তিনি!!
সংগঠনটি গোপালগঞ্জ সদর উপজেলার মোট চারটি ইউনিয়ন ( উলপুর, নিজড়া,করপাড়া,দুর্গাপুর) নিয়ে আপাতত কাজ করে যাচ্ছে!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *