মাত্র ৬ মাসের সাজা থেকে বাঁচতে ১২ বছর পালিয়ে বেড়ালেও শেষ রক্ষা হলো না

মাত্র ৬ মাসের সাজা থেকে বাঁচতে ১২ বছর পালিয়ে বেড়ালেও শেষ রক্ষা হলো না তার। পুলিশের হাতকড়া পরতেই হলো মেরাজ মোল্লার।

গত শনিবার দুপুরে নড়াইল জেলার কালিয়া থেকে ৬ মাসের সাজা প্রাপ্ত আসামি মেরাজ মোল্লাকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

আটক কৃত মেরাজ মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার চর গ‌ওহরডাঙ্গা গ্রামের হিরু মোল্লার ছেলে । জানা যায়, মাদক আসামি মেরাজ মোল্লা মাদক মামলায় ৬ মাসের সাজা প্রাপ্ত ছিল। গ্রেফতারের পর রোববার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

টুংগীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত মেরাজ মোল্লাকে ২০০৯ সালে মাদক আইনে ৬ মাসের সাজা দেয় আদালত। তারপর থেকে সে সাজার ভয়ে ১২ বছর ধরে পলাতক ছিল। অবশেষে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির সহায্যে নম্বর ট্রেস করে তাকে আটক করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *