মাত্র ৬ মাসের সাজা থেকে বাঁচতে ১২ বছর পালিয়ে বেড়ালেও শেষ রক্ষা হলো না তার। পুলিশের হাতকড়া পরতেই হলো মেরাজ মোল্লার।
গত শনিবার দুপুরে নড়াইল জেলার কালিয়া থেকে ৬ মাসের সাজা প্রাপ্ত আসামি মেরাজ মোল্লাকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
আটক কৃত মেরাজ মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামের হিরু মোল্লার ছেলে । জানা যায়, মাদক আসামি মেরাজ মোল্লা মাদক মামলায় ৬ মাসের সাজা প্রাপ্ত ছিল। গ্রেফতারের পর রোববার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
টুংগীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত মেরাজ মোল্লাকে ২০০৯ সালে মাদক আইনে ৬ মাসের সাজা দেয় আদালত। তারপর থেকে সে সাজার ভয়ে ১২ বছর ধরে পলাতক ছিল। অবশেষে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির সহায্যে নম্বর ট্রেস করে তাকে আটক করা হয়।