মাকে গলা কেটে হত্যা করায় ছেলের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে মাকে গলা কেটে হত্যার দায়ে বিজ্ঞ আদালত ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে। ৭০ বছর বয়সী মা মরিয়ম বেগমকে সম্পত্তির লোভে গলা কেটে হত্যা করার দায়ে ৫০ বছর বয়সী ছেলে মো. মোস্তফাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ময়মনসিংহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। আজ সোমবার দুপুরে এ রায় দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবুলিয়াপাড়া নিবাসী মৃত আ. জব্বার তার জীবদ্দশায় সব সম্পত্তি চার পুত্র-কন্যার মাঝে শরিয়তের বিধান অনুযায়ী ভাগ করে দেন। জব্বারের স্ত্রী ৭০ বছর বয়সী মরিয়ম বেগম স্বামীর ভিটায় একাই বসবাস করতেন। ঘাতক ছেলে তার ভাগের ৯ শতাংশ ভূমি মায়ের কাছে বিক্রি করে দেয়। বিক্রয়কৃত ভূমি বেআইনিভাবে দখল করার চেষ্টা করে। ২০১৮ সালের ১৩ ডিসেম্বর বাড়ির উঠানে পাটি বিছিয়ে ঘুমিয়ে থাকা বৃদ্ধ মাকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ছেলে মো. মোস্তফা। ওই ঘটনায় আরেক ছেলে মো. শাহজালাল বাদী হয়ে ভালুকা থানায় ঘটনার তারিখেই হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তি-তর্ক গ্রহণ করে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা এবং দশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর কবীর উদ্দিন ভূঁইয়া এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম মাসুদুল আলম খান তান্না।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *