“মাকসুদা আক্তার (২২) নামের গৃহবধুকে শারিরীক নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যা””


মাকসুদা আক্তার(২২),পিতা হান্নান মুন্সী, সাং বর্নী, থানা, টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। মাকসুদা আক্তারের গত পাচ মাস আগে জিহাদ মোল্লা,(৩০), নামক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। জিহাদ মোল্লা, পিতা- রাসেক মোল্লা, সাং চরকুশলি, থানা টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ, ঘটনাস্থানে এসে যানা যায় যে বিবাহের কিছুদিন পর থেকেই মাকসুদা আক্তরের উপর শারিরীক ও মানুষীক নির্যাতন চালায় সংসারের যাবতীয় কাজ করাতে থাকে। এদিকে জিহাদ মোল্লা নেশায় আসক্ত ছিল প্রতি রাতে নেশা করে শারিরীক নির্যাতন চালায় এক পর্যায়ে মাকসুদা আক্তার ২৮-১০-২০ নিজ বাড়িতে চলে আসে মাকসুদা আক্তারের পরিবার কাছ থেকে যানা যায় ০২-১১-২০২০ দিন পর মাকসুদা আক্তারকে নিয়ে যায় নিয়ে স্বামী জিহাদ মোল্লা রাত নয়টার সময় তারপর থেকে মাকসুদা আক্তারের সাথে অমানুষিক অত্যাচার চালায় গত ০৬-১১-২০২০ ইং তারিখে স্বামী জিহাদ মোল্লা, ভাই- সুহাগ (গোপালগঞ্জ শিকদার ক্লিনিকে কর্মরত), শশুর- রাসেক মোল্লা, শাশুরি- জেসমিন শারীরিক নির্যাতনের পরে জোরপূর্বক বিষ খাইয়ে অবস্থা খারাপ দেখে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ০৭-১১-২০২০ ইং তারিখে শেষ নিঃস্বাস ত্যাগ করে মাকসুদা আক্তারকে হসপিটালে রেখে পালিয়ে যায় মাকসুদা আক্তারের শশুর বাড়ির লোক