মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় নারী-শিশুসহ ৭ জন আটক।

 ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়া, নারী ও শিশুসহ ৭ জনকে আটক করে বিজিবি। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার চাপাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-বাগেরহাট সদর উপজেলার পাটেরপাড় গ্রামের মৃত শেখ আজিজের ছেলে আলমাস শেখ (৩৭), শেখ আফজাল (৩০), আলমাস শেখের স্ত্রী রেশমা বেগম (৩০), শেখ আফজালের স্ত্রী মিম বেগম (২২), ছেলে রবিউল ইসলাম (০৬), আলমাস শেখের মেয়ে রিমা আক্তার (০৪) ও পিরোজপুরের নাজিরপুর গ্রামের গাফফার খানের মেয়ে রোমানা আক্তার (২৪)। শুক্রবার সকালে বিজিরি পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, কয়েকজন বাংলাদেশী সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে আটককৃত ব্যক্তিদপর থানায় সোপর্দ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *