মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে আজ
মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে এখন সারাদেশে উৎসবের আমেজ। পঞ্জিকা অনুযায়ী- এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় করে।
সারাদেশে ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হবে ২৩৮টি। এছাড়া গোপালগঞ্জে ১২২৮ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এদের মধ্যে সদর উপজেলা ৩২১ টি, কোটালিপাড়ায় ২৯০টি, মুকসুদপুর ২৮৭ টি, কাশিয়ানী ২৩৪টি, এবং টুঙ্গিপাড়ায় ৯৭ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সবশেষে ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এই শারদীয় উৎসব। দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।