মহারাজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশু মিয়ার শোডাউন ও আলোচনা সভা
গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুরে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী আশু মিয়া ইউনিয়ন ব্যাপি শোডাউন দিয়েছে ও ইউনিয়নবাসীর সাথে আলোচনা সভা করেছেন।
বুধবার বিকালে উপজেলার মহারাজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী আশু মিয়া ইউনিয়ন ব্যাপি শোডাউন দিয়েছে ও ইউনিয়নবাসীর সাথে আলোচনা সভা করেছেন।
শোডাউন শেষে বনগ্রাম বাজারের বঙ্গবন্ধু মাঠে ইউনিয়নবাসীর সাথে আলোচনা সভা করেন আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী আশু মিয়া। এসময় মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শামিম এর সঞ্চলনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী আশু মিয়া, মুকসুদপু্র উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, মোফাজ্জেল হোসেন মোল্যা, মুন্সী ফারুক আহম্মেদ, আকরামুজ্জামান আওলাদ, মান্নান খান, লুৎফর মোল্যা, দুলাল হোসেন, ফিরোজ বেগ।
শোডাউনে ও আলোচনা সভায় প্রায় ৪ হাজার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক মহারাজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী আশু মিয়া তার বক্তৃতায় বলেন মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি গণতন্ত্রের মা শেখ হাসিনা এবং আমাদের প্রিয় এমপি মুহাম্মদ ফারুক খান মহারাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও নৌকা মার্কার পদপ্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন আমার জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর নৌকার সম্মান অক্ষুণ্ণ রাখবো এবং আমার প্রিয় ইউনিয়নের জনগণের ভালোবাসায় নৌকা মার্কার বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ, আমাকে নৌকা মার্কার মনোনয়ন দানের জন্য আমি আমার নেত্রীর প্রতি ও ফারুক খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, উপস্থিত আওয়ামী লীগ প্রেমীদের উদ্দেশ্যে বক্তারা বলেন আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী আশরাফ আলী আশু মিয়াকে নৌকা মার্কায় ভোট দানের জোরালো আবেদন ও আহ্বান করেন।