মহান স্বাধীনতা সম্মাননা পদক পেলেন গোপালগঞ্জের ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান সরদার।


সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মানিত হলেন গোপালগঞ্জ সদর উপজেলার ১৩নং নিজড়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান সরদার।
মুজিব জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে মঙ্গলবার (২৩ শে মার্চ ) বিকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তন পরিষদে এক অনাড়ম্বর অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ সরদার আজিজুর রহমান কে মহান স্বাধীনতা সম্মাননা পদক-২০২১” ও সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের মহাসচিব শফিউদ্দিন অপু এছাড়া জনপ্রতিনিধি হিসেবে নিজ এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ চোখে পড়ার মতো।
গণমাধ্যমকে চেয়ারম্যান মোঃআজিজুর রহমান সরদার জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তার উন্নয়নের অংশিদার হিসাবে ইউনিয়নে আমার সাধ্যমতে আপ্রান চেষ্টা করে যাচ্ছি এবং গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের আন্তরিক দোয়া ও ভালোবাসা নিয়ে নিজড়া ইউনিয়ন এর সর্ব স্তরের জনগন কে সংগে নিয়ে ডিজিটাল নিজড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।