মহান স্বাধীনতা দিবস -২০২২ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ বিচার বিভাগ।
দিবসটি উপলক্ষে আজ শনিবার ২৬ মার্চ সকাল সাড়ে ৬ টায় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) আলমাচ হোসেন মৃধা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসীর সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে সম্মিলিতভাবে শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সকলে কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
এর আগে সকালে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন প্রাঙ্গণে জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসীর সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এছাড়াও জেলা বিচার বিভাগের আয়োজনে আজ বিকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।