মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে ভাষা শহীদদের প্রতি গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহীদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে।
একইভাবে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষেও বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালন করা হয়। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জেলা শহরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।
পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে সহকর্মীদের নিয়ে শহীদের প্রতি স্যালুট দিয়ে সন্মান প্রদর্শন করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।