মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ বিচার বিভাগ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২২ উপলক্ষে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম ভোরে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলা বিচার বিভাগ।
পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর নেতৃত্বে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আলমাচ হোসেন মৃধা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসান শ্রদ্ধা নিবেদন করেন ।
এসময় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।