মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি’র শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২২ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।
পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) তার দপ্তরের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।