আজ বুধবার সকাল ৬:৩৫ ঘটিকায় সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষে থেকে চুয়াডাঙ্গা সদর শহীদ হাসান চত্বরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- ২০২০ উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পামাল্য অর্পন ও জাতীয় পতাকা উত্তলন এবং মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদানের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নির্বতা পালন করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এবং মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু রাসেল, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান সহ জেলা পুলিশের কর্মকর্তা গন ও সাংবাদিক নেতৃবৃন্দ।