মহান বিজয় দিবস, বাঙালি জাতীর জীবনে এক গৌরবময় দিন

বাঙালি জাতির অন্যতম ইতিহাস গুলোর মাঝে বিজয় দিবসের আনন্দ এবং মুক্তির ছোঁয়া আজ পর্যন্ত বাঙালির মাঝে বয়ে যাচ্ছে। বাঙালি জাতি সেই ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত বিজয় দিবসের উৎসব নিজেদের মনের মাঝে ধরে রেখেছে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর তারিখে পাকিস্তানি হানাদার বাহিনীরা সোহরাওয়ার্দী উদ্যানে সেসময়ের বাঙ্গালীদের কাছে আত্মসমর্পণ করেছিল। সে আত্মসমর্পণের মধ্য দিয়ে এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল নতুন একটি দেশ। এবং সে দেশটির নাম হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতীর জীবনে এক গৌরবময় দিন। বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে পটুয়াখালী কাজী আবুল কাসেম স্টেডিয়ামে জাতীয় পতাকা, বেলুন, ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও কুচকাওয়াজের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। সকাল সাড়ে ৬টায় স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য, পৌরসভার মেয়র, সহ আরও নেতৃবৃন্দ’রা। শেষে কুচকাওয়াজে অংশ নেওয়া সরকারি আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *