ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, বাবু মিয়া (২৫), ইয়াসিন মিয়া (১৮) ও রিপন মিয়া (৩০)। নিহত সবাই ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কালিবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর চায়না মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ দুর্ঘটনার নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় ময়মনসিংহগামী একটি ড্রাম ট্রাক চলন্ত অবস্থায় একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন জনের মধ্যে দুই জন ঘটনাস্থলেই নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন,ট্রাকটি জব্দ করা হয়েছে, কিন্তু চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।