মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ প্রশাসন কতৃক উচ্চমাধ্যমিক ভর্তিচ্ছুক সাধারণ শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ ভর্তির ফিস গ্রহণ ও বিভিন্ন অনিয়মের এর বিরুদ্ধে মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান দিপের নেতৃত্বে আজ ১৫ সেপ্টেম্বর(মঙলবার)কলেজ ছাত্রলীগের সকল নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতি মনিরামপুর ডিগ্রি কলেজের ছাত্রলীগ আহ্বায়ক হাবিবুর রহমান দিপ বলেন, চলমান কোভিড-১৯ এ সংকটে অভিভাবকদের আর্থিক অস্বচ্ছতার কথা বিবেচনা করে শিক্ষাবান্ধব সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে যাচ্ছে। সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশনা না মেনে মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম ফারুকী ও কলেজ কতৃপক্ষের সংশ্লিষ্টতাই অতিরিক্ত ভর্তি ফিসহ আদায় করা হচ্ছে । দরিদ্র-মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের থেকে ভর্তি ফিস বাবদ আদায়কৃত অতিরিক্ত টাকা আগামীকাল ১৬ সেপ্টেম্বর(বুধবার) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের নিকট ফেরত ও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সকল নিয়ম মেনে নির্ধারিত ফিস নিয়েই ভর্তি কার্যক্রম চলমান রাখতে হবে। অন্যথায় আগামীকাল মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের সামনে মানব বন্ধন সহ উর্ধ্বতন কতৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করার ঘোষণা দিয়েছে মনিরামপুর সরকারী কলেজ ছাত্রলীগ। মনিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগ, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবিতে সকল প্রকার আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *