মধুমতি নদী থেকে ইউপি সদস্যের ঘাতক ড্রেজার দিয়ে ভাটায় বালু উত্তোলন।

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য রহিম শেখের বিরুদ্ধে ঘাতক ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ১৬ অক্টোবর (সোমবার) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগুডাঙ্গা গ্রামে মধুমতি নদী সংলগ্ন এস এস বি ইট ভাটায় নদী থেকে ঘাতক ড্রেজার বসিয়ে একই ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের মেম্বার হেলালের ইটের ভাটায় বালু উত্তোলন করছেন। জানা যায়, অভিযুক্ত রহিম মেম্বার ওই ঘাতক ড্রেজারের মালিক এবং প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গিয়ে বালু উত্তোলন করে থাকেন। একজন জনপ্রতিনিধির এহেন কর্মকান্ডে সচেতন মহলে বিরাজ করছে চাপা ক্ষোভ।
এ বিষয়ে অভিযুক্ত রহিম মেম্বারের সাথে কথা হলে, অনেক আগে থেকেই তিনি ড্রেজারের ব্যবসা করে আসছেন বলে জানান। মধুমতি নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে তিনি ও হেলাল মেম্বার ১ দিনের জন্য গোপনে বালু উত্তোলন করবেন বলে ম্যাডামকে বলেছেন। কিন্তু ম্যাডাম কোন অনুমতি না দিলেও তারা গোপনে বালু উত্তলোন করছেন বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহার সাথে কথা হলে বলেন, এ বিষয়ে ওই মেম্বারকে ইউএনও অফিসে হাজির করানোর জন্য ওছি নড়াগাতীকে নির্দেশ দিয়েছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *