গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ও নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী মধুমতি নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার নিয়ে দুই থানার টানাটানি হয়েছে।
যদিও পরবর্তীতে লোহাগাড় থানা পুলিশ মধুমতি নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এসময়ে লাশটি দেখার জন্য বহু মানুষ ভিড় করে সেখানে। তবে স্থানীয়রা উদ্ধারকৃত মৃত ব্যক্তিটিকে কেউ চিনতে পারেননি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জয়বাংলা এলাকার মধুমতি নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে লোহাগড়া থানা পুলিশ ও কাশিয়ানী থানার পুলিশ উপস্থিত হয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, দুপুরে মধুমতি নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা ও লোহাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হন। পরে তারা মৃতদেহটি উদ্ধার করে।
তিনি আরো বলেন, এটি গোপালগঞ্জের কাশিয়ানী থানার মধ্যে হলেও কাশিয়ানী থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার না করায় আমাদের করতে হয়েছে। মৃতদেহটির ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. অজিজুর রহমান বলেন, মৃতদেহটি নড়াইল জেলার লোহাগড়া থানার জয়বাংলা এলাকার অন্তর্গত মধুমতি নদীতে ভাসতে থাকে। যে কারনে লোহাগড়া থানা পুলিশ গলিত মৃতদেহটি উদ্ধার করেছে।