মণিরামপুরে বিশিষ্ট ব্যবসায়ী মজিদ গাজী ইন্তেকাল করেছেন

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মণিরামপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্জ্ব আব্দুল মজিদ গাজী (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে……. রাজেউন)। রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে পৌরশহরের দক্ষিন মাথায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। সোমবার জোহরবাদ তার দাফন সম্পন্ন হয়। মরহুমের পরিবারিক সূত্রে জানাযায়, ৮/৯ মাস পূর্বে তার শরীরে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। তারপর থেকেই দেশে এবং বিদেশের বিভিন্ন স্থানে তিনি চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ তিনি ভারত থেকে চিকিৎসা নিয়ে মণিরামপুর পৌরশহরের দক্ষিন মাথায় নিজ বাড়ীতে অবস্থান করছিলেন এবং রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার জোহরবাদ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, হিতাকাঙ্খি ও এলাকাবাসিসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মরহুমের প্রতিষ্ঠিত কামালপুর দাখিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তার পৈত্রিক নিবাস পৌর এলাকার কামালপুর গ্রামের পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র কন্যাসহ আত্মীয়-সজন ও অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *