আড়ম্বরের মধ্য দিয়ে মণিরামপুরে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে সোমবার সন্ধায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র অধ্য কাজী মাহমুদুল হাসান। জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা খানমের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় লীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, শ্রমিকনেতা জয় পাটোয়ারী, চিন্ময় মজুমদার, জাহাঙ্গীর হোসেন আলম,উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমন হায়দারসহ উপজেলা শ্রমিক নেতৃবৃন্দ। আলোচনা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।