মণিরামপুরে আশা আর্টের ডিজিটাল ব্যানার প্রিন্ট মেশিনের শুভ উদ্বোধন
যশোরের মণিরামপুরে আশা আর্টের ডিজিটাল ব্যানার প্রিন্ট মেশিনের শুভ উদ্বোধন ২২ অক্টোবর ২০২০ বৃস্পতিবার বিকালে মণিরামপুর পৌর শহরের দক্ষিণমাথা বাসস্ট্যান্ডে অবস্থিত সৃজনশীল বিজ্ঞাপনী প্রতিষ্ঠান আশা আর্ট এন্ড ডিজিটাল সাইন এর দুই যুগপূর্তি উদযাপন উপলক্ষে নতুন সংযোজন- ডিজিটাল ব্যানার প্রিন্ট মেশিন ও নতুন ঠিকানার শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। খুলনা বেতারের রম্য নাটিকা রচয়িতা, ছড়াকার, নাট্যকার ও সাহিত্যজন মোঃ মুনছুর আলীর পরিচালনায় এ সময় শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, কথা সাহিত্যিক ও সাংবাদিক হোসাইন নজরুল হক, লেখক আকতার হোসেন খান, আশা আর্ট এন্ড ডিজিটাল সাইনের চেয়ারম্যান এম.এম. আরজান আলী, ব্যবস্থাপনা পরিচালক এস.এম. হাফিজুর রহমান, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক সংগঠক, সুধিজন, রাজনৈতিক, ইসলামী ও সামাজিক ব্যক্তিত্বগণ। পরিশেষে অধ্যক্ষ মাওলানা মহিউল ইসলাম দোয়া পরিচালনা করেন।