মানিকগঞ্জের মোঃ আলিফের নতুন আর্কষন স্বনামধন্য বাংলালিক কোম্পানির এ্যাড নিয়ে থাকছে নতুন চমক৷ আগামী ৩শরা মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এ্যাড এর কাজ৷ মোঃ আলিফের সাথে থাকছেন অভিনেতা ও মডেল আরফিন শুভ ও মাগুরার মেয়ে মডেলিং নায়িকা সাথী রহমান৷ মোঃ আলিফ জানান এই এ্যাড নিয়ে তিনি খুবই আশাবাদী দর্শকদের জন্যই তার সব পরিশ্রম৷ দর্শকরা খুশি হলেই তার সকল পরিশ্রম স্বার্থক হবে৷
তিনি আরো বলেন আমি সবসময় দর্শকদের কথা মাথায় রেখে মিডিয়াতে কাজ করে চলছি৷ এবং এই প্রথম আমি কোন কোম্পানির এড করতে যাচ্ছি৷ আমার সাথে মডেল ও অভিনেতা আরফিন শুভ ও সাথী রহমান থাকছেন৷ আমরা এক সাথে এডটিতে কাজ করবো৷ আশা রাখি সম্পূর্ন কাজটি ভালোভাবে সফলতার সাথে শেষ করতে পারবো৷ তাই সকল দর্শক ভাই ,বোন ,বন্ধুও সুভাকাঙ্খিদের কাছে আমার অনুরোধ দোয়া করবেন আমার জন্য আমি যেন সফলতার সাথে কাজটি শেষ করতে পারি৷