মডেলিংও মিউজিক ভিডিও প্রডিউসার মোঃ আলিফ দর্শকদের ভালোবাসায় সিক্ত হতে চান
মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়নপুর গ্রামের মোঃ আলিফ৷ বিগত ৯ বছর যাবত মিডিয়াতে মডেলিং ও প্রডিউসারের কাজ করে মিউজিক ভিডিও বানিয়ে চলেছেন সুনাম ও নিষ্ঠার সাথে৷ তার বানানো অনেক মিউজিক ভিডিও দর্শকদের মন কেরেছে ইতিমধ্যে৷ দর্শকদের ভালোবাসা ও উৎসাহ নিয়ে সামনে আরও ভাল কিছু কাজ উপহার দিতে চান এই প্রতিভাবান মডেল ও মিউজিক ভিডিও প্রডিউসার৷ দর্শকদের যাতে আরও বড় কিছু উপহার দিতে পারেন এবং সকলের মনে জায়গা করে নিতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া চান তিনি৷
মোঃ আলিফ বলেন আমি সততার সাথে পরিশ্রম করে দর্শক শুভাকাঙ্ক্ষিদের আগামিতে আরো ভালো কিছু উপহার দিতে চাই৷ এই জন্যই তাদের ভালোবাসা সহযোগিতা চাই এবং সবার মনের মনি কোঠায় ঠাই পেতে ভালো কিছু উপহার দেবার জন্যই এগিয়ে চলতেই আমার সব পরিশ্রম৷ এই পরিশ্রমের মূল্য আমার বিশ্বাস দর্শক ভাই বোন বন্ধু ও শুভাঙ্ক্ষিরা আমাকে দিবেন৷ সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসাই আমার আগামির চলার শক্তি৷ আপনাদের ভালোবাসায় সিক্ত হতে চাই আমি৷ উল্লেখ্য: আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল গানটিতে মডেলিং করে দর্শকদের হৃদয় ছুঁয়েছেন।