চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণে জন্য ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়। আজ সোমবার দুপুর ২ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এর নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার সঠিক না থাকার অপরাধে ৩ দোকানে মোট ১৫ শত টাকা জরিমানা করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা রহমান বলেন । শীত মওসুমে আরও ব্যাপকভাবে সংক্রমণের আশংকা আছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে করাসহ। করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সাটিফিকেট সহকারী জিহন আলী সার্বিক সহায়তা প্রদান করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি।