প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২২, ১:৩৭ পূর্বাহ্ণ
ভোলা ডিএনসির সফল অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১
গত রবিবার ১২ জুন সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা হতে রাত ০৮:০০ ঘটিকা পর্যন্ত ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব এ.কে.এম দিদারুল আলমের নেতৃত্বে জেলা কার্যালয় গঠিত রেডিং টীম ভোলা জেলার অন্তর্গত মনপুরা থানাধীন হাজির হাট ইউনিয়ের ফকিরহাট বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পিতাঃ মৃত রফিজল এর ছেলে মোঃ মিজান (৩২) ভোলা জেলার অন্তর্গত মনপুরা থানাধীন হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের নিজ দখলীয় দেকানঘরে তল্লাশী করে সর্বমোট ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ধৃত মাদক কারবারি ও অাসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য,ধৃত অাসামীর নামে ইতোপূর্বে মনপুরা থানায় অারো ২ টি মাদক মামলা রয়েছে এবং মোঃ মিজান ঐ এলাকার একজন দূর্ধর্ষ মাদক করবারী।
এ বিষয়ে ভোলা ডিএনসির সহকারী পরিচালক জনাব এ.কে.এম দিদারুল আলম নিজবাদী হয়ে মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনে ১ টি নিয়োমিত মামলা রুজু করেন।
পরবর্তীতে,স্থানীয় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা মুলক বক্তব্য রাখেন সহকারী পরিচালক এবং সবার উদ্দেশ্যে বলেন এ ধরনের মাদক বিরোধী অভিযান আরো বেগবান গতিতে চলমান থাকবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত