ভোট কেন্দ্র পুনরায় স্থাপনের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩নং গোপালপুর ইউনিয়ন পরিষদ এর ২নং ওয়ার্ড রাখিলা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে স্থানীয় আওয়ামী সদস্য এবং ভোটারদের মানববন্ধন। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে এই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাদের দাবি ২ নং ওয়ার্ড রাখিলা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় ভোটার কেন্দ্র স্থাপন।

সেখানে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায় যে, ২০১৬ সালের নির্বাচনে তাদের প্রতি মধ্যযুগীয় ভাবে অত্যাচার করা হয়। গুয়াডানা স্থানের লোক তাদের প্রতি আঘাত হেনেছে। এভাবে তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে তাদের কেন্দ্র দখলে করে নেওয়া হয়। তারা আর গুয়াদানা কেন্দ্রে ভোট দিতে যাবে না এই বিষয়ে টুংগীপাড়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন অফিসার এর কাছে দাবি জানিয়ে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বিধান মন্ডল গোপালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রবি তালা, নিরঞ্জন তলা, নিরোধ মন্ডল, দীপক মন্ডল, সুনীল বৈরাগী, তরুণ মন্ডল, অরবিন্দু মন্ডল, কৃষ্ণপদ বিশ্বাস, বিনয় বিশ্বাস, প্রফুল্ল ঘরামি, জগদীশ রায়, শ্যামলাল যায়, বিশ্বজিৎ বিশ্বাস, খোকন মন্ডল, আরো অন্যান্য ভোটার এবং জনপ্রতিনিধিগণ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *