ভোটের মাঠে একা হয়ে পড়েছেন নিপুণ

ভোটের মাঠে হেরেও নানা রকম আইনি লড়াই শেষে টানা দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। কিন্তু দুই বছর ভালোই সমিতির নেতৃত্ব দিলেও নির্বাচনের আগে অনেকটাই একা হয়ে পড়েছেন এই অভিনেত্রী।

আগামী ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। এরই মধ্যে প্যানেল গোছানোর কাজ নিয়ে শিল্পীরা তোড়জোড় শুরু করেছেন। চলচ্চিত্র ব্যক্তিত্ব অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সাধারণ সম্পাদক করে সভাপতি পদে প্যানেল সাজিয়েছেন সাবেক সভাপতি অভিনেতা মিশা সওদাগর। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করবেন তারা।

অন্যদিকে, শিল্পী সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন আসন্ন নির্বাচনে লড়ছেন না বলে আগেই স্পষ্ট করেছেন। নিপুণকে একা রেখে সরে দাঁড়াচ্ছেন তিনি। এতে বিপাকে পড়েছেন তিনি। এ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নিপুণ থাকলেও সভাপতি খুঁজে পাচ্ছেন না এ অভিনেত্রী।

এরই মধ্যে অমিত হাসানসহ কয়েকজনের নাম শোনা গেলেও এখনো চূড়ান্ত হয়নি নিপুণের প্যানেলের সভাপতি প্রার্থী। মাঝখানে নবনির্বাচিত সংসদ সদস্য ও চিত্রতারকা ফেরদৌস আহমেদকে সভাপতি পদে নির্বাচনের ইঙ্গিত দিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন নিপুণ। কিন্তু নিপুণকে আরেক দফা হতাশ করে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন না বলে জানান ফেরদৌস। তাহলে নিপুণের প্যানেলে নতুন সভাপতি কে হবেন! তা নিয়ে এখনই কথা বলতে চান না এ নায়িকা। জানিয়েছেন, মার্চেই আনুষ্ঠানিকভাবে প্যানেল নিয়ে কথা বলবেন।

কেউ কেউ বলছেন, নিপুণের সভাপতি চিত্রনায়ক রিয়াজ হতে পারেন। নায়িকা নিপুণ কাকে নিয়ে জোট বাঁধবেন তা এখনো পরিষ্কার নয়। এদিকে, নিপুণের প্যানেলে থাকা কয়েকজন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন দেখার অপেক্ষায় কাদের নিয়ে নিপুণ তার প্যানেল প্রস্তুত করেন।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে, নিপুণ নিজেই সভাপতি পদে লড়াই করবেন। তবে এ খবরকে উড়িয়ে দিয়ে গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এটা পুরোপুরিই গুজব। আমি সভাপতি পদে নয়, সাধারণ সম্পাদকের পদেই নির্বাচন করব। আর আমার প্যানেলে সভাপতি কে থাকছেন, সেটা নিয়েও চমক রয়েছে।’

জানা গেছে, শনিবার (০২ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক। আপাতত এ নিয়েই এই নায়িকার ব্যস্ততা। পিকনিক শেষ হলে নির্বাচনের প্যানেলের দিকে মনোযোগ দেবেন তিনি। মার্চের মাঝামাঝি প্যানেল চূড়ান্ত করবেন বলে জানা গেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *