ভৈরবে পানিতে ডুবে লামিয়া ও প্রিয়া মনি নামের আপন দুই বোনের মৃত্যু হয়েছে। আজ দুপুর বেলায় শহরের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।বাড়ির আঙ্গিনায় বর্ষার পানি থৈ থৈ করছে। দুপুরবেলায় বাবা দুলাল মিয়া নামাজ পড়তে মসজিদে যান এবং মা বাড়ির ভেতর ঘরোয়া কাজ করছিলেন তখনই দুই বোন বাড়ির বাইরে আঙ্গিনায় খেলতে যায়। বাবা মসজিদ থেকে ফেরার পর তাদের মা জানান তাদের ২ সন্তানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তখন বাবা বাড়ির আঙ্গিনার পানিতে নেমে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর প্রথম লামিয়া লাশ পাওয়া যায় তার কিছুক্ষণ পর প্রিয়া মনির লাশও উদ্ধার করা হয়।তাদের মৃত্যুতে তাদের মা-বাবা ভীষণ শোকাহত। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস। এলাকা জুড়ে শোকের মাতম। বাকরুদ্ধ সকলকেই।