প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২২, ৮:৪৩ অপরাহ্ণ
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণের ১ম বর্ষপূর্তি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার গত ১৮ শে মে ২০২১ সালে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এডিসি সোহেল মারুফের কাছ থেকে উপজেলার দায়িত্ব বুঝে নেন। দীনেশ সরকার সুষ্ঠু ভাবে যথাযথ দায়িত্ব পালনের মধ্যে দিয়ে ইতিমধ্যে ভেড়ামারা বাসীর প্রিয় মানুষ ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ১ম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ভেড়ামারা উপজেলায় তার নিজ কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান (মিঠু), সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার সাংবাদিক জাহিদ হাসান, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সাংবাদিক শামীম উজ্জামান শামীম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সকলেই ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারসহ তার পরিবারের দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা কামনা করেন। পরে কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখা হয়।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত