প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২২, ১০:০২ অপরাহ্ণ
ভেড়ামারায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
কুষ্টিয়ার ভেড়ামারায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২২ পালিত হয়।
দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সকাল ৭টা ০১ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ,উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ আওয়ামীলীগ, উপজেলা জাসদ, মুক্তিযোদ্ধা,পুলিশ প্রশাসন,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু, ,সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা প্রমুখ।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়। বিকেলে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে ধরমপুর হাইস্কুল এবং সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ও আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
উভয় মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌরসভার মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, সাধারণ সম্পাদক শাহাবুল আলম লালু, আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান নবাব, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আছেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ আরও অনেকে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত