ভূমিদস্যু রাজপাট ডিগ্রী কলেজ এর প্রভাষক মানিক মজুমদার এর প্রভাবে শত শত কৃষক বিপাকে

ভূমিদস্যু রাজপাট ডিগ্রী কলেজ এর প্রভাষক মানিক মজুমদার এর প্রভাবে শত শত কৃষক বিপাকে

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার রাহুথর বাজারের পূর্ব পাশে একটি নৌ ঘাট যেটা দিয়ে শতশত কৃষক তাদের মাঠের ফসল এবং বাজারে আসার জন্য ব্যবহার করে থাকেন। সেটি আজ প্রভাবশালী মানিক মজুমদারের হস্তক্ষেপে বন্ধের পথে। কাশিয়ানী উপজেলার নিচু জায়গা রাহুথর যেখানে বেশিরভাগ সময় পানি থাকে। স্থানীয় কৃষক এবং জনসাধারণ বলেন রাজপাট ডিগ্রি কলেজের প্রভাষক মানিক মজুমদার সাধারণ জনগণকে সবকারি অফিস থেকে ডিসিআর দিয়েছে বলে ভুল বুঝিয়ে একটি দোকানঘর নির্মাণ কাজ শুরু করে ফলে ঘাটটি ব্যবহার করা যাচ্ছে না ।

এলাকা এই ঘাটটি হচ্ছে একমাত্র ক্ষেতের ফসল নৌকায় আনার নৌ পথ। এলাকার সাধারণ কৃষক ইউনিয়ন ভূমি অফিসে জানালে ঘটনাস্থলে তহসিলদার , স্থানীয় চেয়ারম্যান দেবদুলাল ও পুলিশ প্রসাশন ঘটনাস্থলে যায় এবং কাজের বাধা প্রদান করেন। এই জায়গার সরকার থেকে ডিসিআর এর মাধ্যমে কোন সরকারি জমি বরাদ্দ দেয়া হয়নি বলে এলাকাবাসীকে জানান ভূমি অফিস কর্মকর্তা। তারপরও মানিক মজুমদার ঘরটি অপসারণের কোন ব্যবস্থা করেনি। সাধারণ কৃষকরা প্রায় 200 থেকে 250 বিঘা জমির ফসল এই ঘাট দিয়ে আনার কাজে ব্যবহার করেন তাই তাদের দাবি প্রভাবশালী রাজপাট ডিগ্রি কলেজের প্রভাষক মানিক মজুমদার-এর এই ঘরকে অপসারণ না করলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। এসময় বাজার কমিটির সাবেক সেক্রেটারি বিকাশ বিশ্বাস ও বাজার কমিটির অন্যান্য সদস্য সহ এলাকার কৃষক ও সুশীল সমাজ কাশিয়ানী উপজেলা প্রশাসনের কাছে এই ঘাটটি দখলমুক্ত করার জোর দাবি জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *