ভালোবাসি_প্রিয়


প্রিয় মানুষটার সাথে মাসে একবার ও দেখা হয়না তবুও ভালোবাসি।।
ইচ্ছে করলেই প্রিয় মানুষটির হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে হাটা হয়না তবুও ভালোবাসি।।
তার খারাপ সময়ে,,মন খারাপের সময় বাস্তবিক ভাবে পাশে থাকা হয়না তবুও ভালোবাসি!!
ইচ্ছে করলেই প্রিয় মানুষটির মায়াবী মুখের হাসিটা দেখা হয়না তবুও ভালোবাসি।।
চাইলেই হাত বাড়িয়ে ছোঁয়া হয়না তবুও ভালোবাসি!!
ইচ্ছে করলেই রাস্তার পাশে একপ্লেট ফুচকা দুজনে মিলে খাওয়া হয়না তবুও ভালোবাসি।।
মন খারাপে গভীর কষ্টে প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরে কথা গুলো বলা হয়না তবুও ভালোবাসি!!
দূরত্বের সম্পর্কগুলো হুটহাট চাইলেই কিছু হয়না, অপেক্ষা করা লাগে।।অনেকদিন পর দেখা হয় সেই প্রিয় মুখটা সেই দিনটা দুজনের জন্যই বছরের অন্যান্য দিনগুলোর মধ্য স্পেশাল!!
একটা সময় আবার দুজন দু প্রান্তে। আবার কবে দেখা হবে তার প্রহর গুনা!!
দূরত্বের কারণে সম্পর্ক কখনো ই নষ্ট হয়না যদি সেই সম্পর্কে বিশ্বাস ভালোবাসা থাকে!!
পূর্ণতা পাক পবিত্র ভালোবাসা গুলো। বেচেঁ থাকুক দুটি অন্তরে আজীবন!!