ভালুকায় পা বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামীসহ গ্রেফতার ৭

ময়মনসিংহের ভালুকার কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করার মামলার প্রধান আসামীসহ মোট ৭জনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব। বৃস্পতিবার গঁফরগাওয়ের কান্দিপাড়া এবং ভালুকার কাঠালি ও পারুলদিয়া এলাকায় দিনভর অভিযান চালিয়ে জসিম উদ্দিন পাঠান (৫৫) ও তার সহযোগি রুহুল আমিন পাঠান (৪০), ইকবাল পাঠান (৩৮), মাসুম মোল্লাকে (৫০) গ্রেফতার করে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে জসিম পাঠানের বাড়ির পাশের পুকুর থেকে সহিংসতায় ব্যবহৃত দা-টি উদ্ধার করা হয়। এর আগে ঘটনার দিন বুধবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করেন। শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব- ১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এসব তথ্য জানান। তিনি বলেন, মুলত জমি নিয়ে বিরোধের জন্যই এই নৃশংস ঘটনা ঘটায় জসিম পাঠান ও তার সহযোগীরা। গত বুধবার দুপুরে ভালুকার কাঠালি এলাকার আর্টি কম্পোজিট নামে একটি ডায়িং কারখানার মালিক আব্দুর রাজ্জাকের উপর হামলা চালিয়ে তার দু পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে জসিম পাঠান ও তার সহযোগিরা। পরে ওই শিল্পপতিকে আশংকাজনক অবস্খায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিনই ভালুকা থানায় একটি মামলা দায়ের করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় মোট ৭জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *