ভান্ডারিয়ায় প্রেমে বাঁধা পেয়ে কিশোরের আত্মহত্যা


পিরোজপুরের ভান্ডারিয়ায় পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহত্যা করেছে অপু গাজী (১৭) নামের এক কিশোর প্রেমিক। শুক্রবার( ৬ অক্টোবর) উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। কিশোর অপু উত্তর শিয়ালকাঠী গ্রামের গাজি কাঞ্চন আলী গাজীর ছেলে।
সে শিয়ালকাঠী সুন্দরবন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। অপুর পিতা কাঞ্চন আলী জানান, সকাল সাড়ে ৭টার দিকে আপুকে বিছানায় শুয়ে থাকতে দেখে আমি দাঁত ব্রাশ করতে যাই। ঘরে ফিরে তাকে না দেখেতে পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দক্ষিন পাশের রুমে ফ্যান ঝুলানোর হুকের সাথে ঝুলতে দেখে দ্রুত ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুন্নাহার জ্যোতি জানান, মৃত অবস্থায় ওই কিশোরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। ভান্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামান জানান, কিশোরের আত্মহত্যার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।