বড় দহ সরকারি সড়ক ভেঙে গেলে টোল আদায়কারীর কি আসে যায়
গোবিন্দগঞ্জ-নাকাইহাট ভায়া গাইবান্ধা সড়কের বড়দহ নামক সেতুটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সওজ বিভাগ এর নিকট হতে ইজারা নিয়েছে স্থানীয় এক ইজারাদার।
চলতি মাসের ১তারিখ হতে শুরু করে প্রতিদিন সওজ বিভাগ কর্তৃক নির্ধারীত টোল আদায় করা হচ্ছে এবং এ সড়ক চলাচলকারীরাও টোল দিয়েই পারাপার হচ্ছে। এ সড়কে চলাচলকারী একাধিক যাত্রী ও যানবাহন চালকদের অভিযোগ এ সেতুটির সংযোগ সড়ক মূলত সরু,এই সরু সড়কের প্রায় মাঝখানে টোল আদায়কারী কর্তৃপক্ষ তাদের টোলের নোটিশবোর্ড দাঁড়িয়ে রাখায় সংযোগ সড়কের একপাশ ঘেঁষে যানবাহন চলাচল করার ফলে সড়কটির একপাশ ভেঙে যাচ্ছে।
এরইমধ্যে সেতুর পানি নিষ্কাশন ড্রেনটিও যানবাহনের ধাক্কায় ভেঙে গেছে এবং সড়কের একাংশ ফাঁটল ধরেছে। ঐদিকে সেতুর স্পিড ব্রেকারটিও তুলনামূলক বেশি উঁচু এবং স্পিড ব্রেকারে কোন প্রকার সতর্ক চিহ্ন(রং) না থাকায় দূর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন অচিরেই যদি এই টোল আদায় এর নোটিশ বোর্ড সড়কের মধ্য স্থান থেকে সরিয়ে সাইডে না বসানো হয় তাহলে এ ইজারদারের গাফিলতির কারণে নিকট ভবিষ্যতে সংযোগ সড়কটি ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে।একই সাথে স্পিড ব্রেকারটি ধ্বসে নিচুকরাসহ সতর্ক চিহ্ন বসানোর দাবী চালকদের।