ব্যারিস্টার শেখ ফজলে নাঈম চট্টগ্রাম বিভাগের আওয়ামী যুবলীগের সাংগঠনিক দায়িত্ব পেলেন

 বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও তরান্বিত করতে এবং শেখ ফজলুল হক মণি’র নিজ হাতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই সংগঠনকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভাগ ভিত্তিক বন্টন করা হয়েছে। এ বিষয়ে গতকাল (১২ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে, চট্টগ্রাম উত্তর-দক্ষিণের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় গোপালগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে। তিনি গোপালগঞ্জ-২ আসনের ৮ বার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র কনিষ্ঠতম পুত্র ও বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সভাপতি শেখ ফজলে ফাহিমের আপন ছোট ভাই। এছাড়াও রাজশাহী- রংপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয় বরিশালের সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশাকে। কিশোরগঞ্জের সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সুব্রত পালকে ঢাকা দক্ষিণ-খুলনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামের সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ বদিউল আলমকে বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজশাহীর সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রফিকুল আলম সৈকত জোয়ার্দারকে ঢাকা উত্তর-সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে পরিচ্ছন্ন, তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব তথা যুব সমাজের আইকন হিসেবে বেশ জনপ্রিয় ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার কর্মী-সমর্থকদের মাঝে ব্যপক আনন্দ বিরাজ করছে এবং অসংখ্য নেতা-কর্মী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *